আমি শংকর বিকাশ সাহা ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩২ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে ছাতা ব্যবসার সাথে জড়িত। ১৯৮৯ সালের দিকে তখনও বাংলাদেশে ফোল্ডিং ছাতার প্রচলন শুরু হয়নি। তৎকালীন সময়ে আমাদের দেশে লম্বা কাঠের তৈরি ও স্টিল রডের ছাতার প্রচলন ছিলো। ঠিক ঐ সময় থেকে আমি আমার নামে অর্থাৎ ‘শংকর ছাতা’ নামে দেশীয় লম্বা ছাতা বাজারজাত করতে থাকি। ২০০০ সালের দিকে অতি অল্প পরিমানে ফোলডিং ছাতা এই দেশে ইনডিয়া ও চায়না থেকে আসতে থাকে। তখন থেকে আমি চায়না ও তাইওয়ান থেকে গুনগত মান বজায় রেখে ফোল্ডিং ছাতা আমদানি করে ‘শংকর ছাতা’ নামে ব্র্যান্ডিং করতে থাকি। পরবর্তীতে আমার প্রত্যেক ছাতায় আমি আমার ছবি যুক্ত করে বাজারজাত করি যেন বাজারে নকল ও নিম্নমানের ছাতা থেকে আমার ব্র্যান্ডকে সুরক্ষা ও স্বতন্ত্র রাখা যায়। তাই সম্মানিত ক্রেতাদের কাছে আমার অনুরোধ বাজার থেকে ‘শংকর ছাতা’ ক্রয় করার সময় আমার ছবি যুক্ত আসল ‘শংকর ছাতা’ ক্রয় করুন। ছাতা তৈরি করার সময় এর গুনগত মানের কথা মাথায় রেখেই আমরা ‘শংকর ছাতা’ তৈরি ও বাজারজাত করে থাকি যেন এই ছাতা অন্যান্য ছাতা থেকে গুনেও মানে মজবুত ও টেকসই হয়। বর্তমানে আমরা বিভিন্ন কোম্পানির নিজস্ব লোগো যুক্ত কাস্টমাইজএবল গুনগত মানসম্পন্ন ছাতা সরবরাহ করে থাকি।